মাদারীপুর জেলা প্রতিনিধি
আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ) সকাল ১০.০০ ঘটিকায় মাদারীপুর পুলিশ লাইন্স ড্রিল সেডে মাদারীপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত কল্যাণ সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ সাইফুজ্জামান,বিপিএম,পুলিশ সুপার,মাদারীপুর।
মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মহোদয়ের কাছে পুলিশ সদস্যরা ব্যক্তিগত ও সমষ্টিগত বিভিন্ন দাবি-দাওয়া এবং সমস্যার কথা তুলে ধরেন ।
পুলিশ সুপার মহোদয় তাদের দাবি-দাওয়া এবং সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন এবং দাবি-দাওয়া পূরণ ও সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। তিনি মাদারীপুর জেলার সকল পুলিশ সদস্যকে আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।
কল্যাণ সভা সঞ্চালনা করেন জনাব ভাস্কর সাহা,পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন),মাদারীপুর।
এসময় ”মাদারীপুর জেলা পুলিশ হতে দীর্ঘ কর্মজীবন শেষে প্রিয় সহকর্মীদের বিদায় পিআরএল (অবসর) গ্রহন উপলক্ষে সম্মাননা ও ক্রেস্ট প্রদান করেন মোঃ সাইফুজ্জামান,বিপিএম, পুলিশ সুপার, মাদারীপুর মহোদয়।
বিদায়ী অতিথির উদ্দেশ্য পুলিশ সুপার বলেন, আপনাদের অবদানকে বাংলাদেশ পুলিশ কৃতজ্ঞচিত্তে স্বরণ করবে।
পরবর্তীতে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, বিট পুলিশিং কার্যক্রম জোরদার করার মাধ্যমে জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা,গ্রেফতারি পরোয়ানা তামিল, মাদক বিরোধী অভিযান, থানা এলাকায় নিয়মিত টহল জোরদার এবং বিট পুলিশিং কার্যক্রম পরিচালনার নির্দেশ প্রদান করে সকলকে পেশাদারিত্বের সাথে দৈনন্দিন কাজ করার আহ্বান জানান। গত মাসে রুজুকৃত মামলাসমূহ কেইস টু কেইস বিশ্লেষণ করা হয়। এবং মাসিক ভালো পারফরমেন্স বিবেচনা করে পুলিশ সদস্যদের ভালো কাজের মূল্যায়ন স্বরূপ অর্থ পুরস্কার ও সনদ প্রদান করা হয়।
মামলা তদন্তের মান বৃদ্ধি করাসহ তদন্তের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণের লক্ষ্যে পুলিশ সুপার সকল সার্কেলের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপারগণ এবং সহকারী পুলিশ সুপারসহ অফিসার ইনচার্জগণ ও পুলিশ পরিদর্শক (তদন্ত)-গণদের বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন।
আয়োজিত মাসিক কল্যাণ সভা এবং অপরাধ সভায় জেলা পুলিশ মাদারীপুরের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও সিভিল স্টাফবৃন্দ উপস্থিত ছিলেন।